নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা প্রেসক্লাব ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় আলতাফ হোসেন ও আমিনুল ইসলামকে খবর ২৪ ঘন্টার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আলতাফ হোসেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও আমিনুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। অভিনন্দন অভিনন্দন বার্তার মাধ্যমে খবর ২৪ ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলু এ অভিনন্দন জানান।
আলতাফ হোসেন খবর ২৪ঘণ্টার বাগমারা প্রতিনিধি ও আমিনুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। চেয়ারম্যান সদ্য নির্বাচিত সভাপতিদের সুষ্ঠ ধারার সাংবাদিকতা গঠনে ভূমিকা রাখার জন্য আহবান জানান। সেই সাথে সাংবাদিকদের কল্যাণে কাজ করার আহবান জানান।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।