খবর২৪ঘণ্টা, বিনোদন: মুক্তি পেল ‘চরিত্রহীন’-এর ট্রেলর। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে হইচই-এর ওয়েব সিরিজে দেখতে পাবেন ‘চরিত্রহীন’। কি নামটা শোনা শোনা মনে হচ্ছে তো?
জানা যাচ্ছে, শরতচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘চরিত্রহীন’-এর অবলম্বনেই তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজ। দেবালয় চক্রবর্তীর পরিচালনায় তৈরি ‘চরিত্রহীন’-এর ট্রেলর ইতিমধ্যেই নেট জনতার মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। সম্পর্কের টানাপোড়েন টানাপোড়েন, উদ্দাম যৌনতা, বিয়ে, বিচ্ছেদ সবকিছুকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন দেবালয়। পাশাপাশি দেবালয় ভট্টাচার্যের এই ওয়েব সিরিজ পুরনো ধ্যান ধারণা ভেঙে বাংলার সিনেমাপ্রেমীদের এক অন্য স্বাদ এনে দেবে বলেও মনে করছেন অনেকে।
‘চরিত্রহীন’-এ রয়েছেন সায়নি ঘোষ, গৌরব চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী সহ অন্যরা। এই ওয়েব সিরিজ-এর মাধ্যমে স্টিরিওটাইপ ধারণা ভাঙবে কি, তা নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে।
খবর২৪ঘণ্টা,কম/জন