খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন গণমাধ্যমকে বলেন, আজ সকালে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ আছেন।
বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। আমাদের দু’টি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন