নাটোর প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান- বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় ঘুরে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে এক
আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মকবুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মায়নুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তারিক মোর্শেদ সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল
ইসলাম পিপি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল হাসনাতসহ অন্যান্যরা। বক্তারা বলেন দরিদ্র দুখী মানুষকে শুধু মামলার সহযোগিতা নয় যাতে তারা দ্রুত এবং ন্যায় বিচার পায় এবং একটি আধুনিক কল্যান রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে স্ব-স্ব স্থান থেকে কাজ করতে হবে। তবেই এই দিবসটি পালনের সার্থকতা আসবে।
খবর২৪ঘণ্টা, জেএন