লালপুর (নাটোর) প্রতিনিধিঃ শেষ দিনেও বেতন পায়নি নাটোরের লালপুর উপজেলার শিক্ষক-কর্মচারীরা। একতো দেরিতে এমপিও ছাড় করা হয়েছে তার উপর শেষ দিনেও বেতন পাওয়াতো দুরের কথা বেতন বিলও জমা দিতে পারেনি লালপুরের শিক্ষক-কর্মচারীরা। আর শেষ দিনেও বেতন বিল জমা দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। শিক্ষকরা জানান, ব্যাংকের যাবতিয় কাজ চলে অনলাইনে, কিন্তু শুধু মাত্র শিক্ষকদের বেতনের বেলায় এনালগ পদ্ধতি কাজ করে। যাতে করে প্রায় প্রতি মাসেই এ রকম হয়রানির স্বীকার হন শিক্ষকরা।
সোনালী ব্যাংক লালপুর শাখার ম্যানেজার উজ্জল কুমার জানান, বেতনের স্মারক ও টাকা না আসায় বেতন বিল জমা নেওয়া সম্ভব হয়নি। উল্লেক্ষ্য গত ১৫ জুলাই স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিওর চেক ছাড় করা হয়, যেখানে ১৯ জুলাই এর মধ্যে বেতন শিক্ষকরা নিজ নিজ হিসাব হতে উত্তোলন করতে পারবে বলে স্মারকে উল্লেখ রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।