বগুড়ার শেরপুর পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারনায় নেমেছে সব দলের নেতা, কর্মী ও সমর্থকরা। এতে নির্বাচনী আচরণ বিধি করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এতে নিরব ভুমিকা পালন করছে প্রশাসন।
জানা যায, আসন্ন পৌরসভা নির্বাচন কে ঘিরে আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী আন্দেলন বাংলাদেশ, স্বতন্ত্র ও বিভিন্ন কাউন্সিলরদের সমর্থকরা সন্ধ্যা হলেই তাদের পক্ষে দল বেধে মিছিল করছে। যা নির্বাচনী আচরণ বিধি বহির্ভুত। মিছিলে শারিরীক দুরত্ব ও মাস্কের ব্যবহার থাকার অভিযোগও করেছেন সচেতন মহল।
শহরের উত্তর সাহাপাড়া, তালতলা, ধুনটমোর, টাউন কলোনী, প্রফেসারপাড়া, শ্রীরামপুর পাড়া, কলেজরোড, উলিপুর, ঘোষপাড়া, দত্তপাড়া সহ ৯ ওয়ার্ডেই নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ উঠেছে। আর কি কারণে প্রশাসন আচরণ বিধি লংঘনের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না তা জানা নেই কারো।
এ বাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আছিয়া খাতুন বলেন, প্রার্থীর পক্ষে দলবেধে মিছিল করা অবশ্যই নির্বাচন আচরণ বিধি লংঘনের সামিল। যারা নির্বাচনী আচরণ বিধি লংঘন করবে তাদের প্রার্থীদের নোটিস করা হবে। তাতেও যদি এ ধরনের কাজ বন্ধ না হয় তবে তাদের প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জেএন