শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের তালতলা (ঈদ গা মাঠ) এলাকায় পুলিশ সুপারের নির্দেশে শেরপুর থানা পুলিশ শনিবার দুপুরে বেদে সম্প্রদায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
জানা যায়, জিবন-জীকিার জন্য বেদে সম্প্রদায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থেকে গত ১ মাস পূর্বে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা তালতলা (ঈদ গা মাঠ) এলাকায় অবস্থান করে আসছে। এদিকে করোনা ভাইরাসের কারণে জেলা প্রশাসন বগুড়া জেলাকে লকডাউনের আওতায় নিয়ে আসেন। আর সেই কারণে তারা কোন কাজকর্ম করতে ও নিজ বাড়িতে ফিরে যেতে না পারায় শিশু সন্তানদের নিয়ে ১/২দিন অনাহারে থাকার পর গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফোন করে শেরপুর থানা পুলিশের নিকট সাহায্য চায়। পরে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর রাতেই জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) সাথে পরামর্শ করলে তিনি বেদে পরিবারকে খাদ্য সামগ্রী দিতে বলেন। সেই মোতাবেক শেরপুর থানা পুলিশ গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা তালতলা (্্ঈদ গা মাঠ) এলাকায় গিয়ে আটকে পড়া ও ক্ষুধার্ত ২৫টি বেদে পরিবারের মাঝে ১০ কেজি চাল, আটা ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ডাল ১ কেজি, আলু ২ কেজি, মিষ্টি কুমড়া ২ কেজি, পিয়াজ ১ কেজি, লবণ ১ কেজি. সাবান ১টা ও মাস্ক ১পিস বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজীউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, ইন্সেপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই