শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে খাদিজা (৭) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। নিহত খাদিজা কিশোরগন্জ সদরের দুলাল মিস্ত্রির মেয়ে। ঘটনাটি ঘটে, ৮ জুলাই বুধবার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া দক্ষিন পাড়া গ্রামে। জানাযায়, বাবা মায়ের সাথে খাদিজা, বুধবার সকালে নানা বাচ্চু মিয়ার বাড়ীতে বেড়াতে আসে।
ওই দিন বারটার দিকে খাদিজা নানার বাড়ীর পাশে পুকুরের পার দিয়ে হাটছিল। এসময় পা পিছলে খাদিজা পুকুরে পরে যায়। বাড়ীর লোকজন খোজাখুজির এক সময় পুকুরে দেখতে পায়। পুকুর থেকে উদ্ধার করে শেরপুর সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করে। হাতিবান্দা ইউপি চেয়ারম্যান নুরল আমিন দোলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা /এএইচআর