1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে ডাকাতি প্রস্তুতির সময় ২ জন আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

শেরপুরে ডাকাতি প্রস্তুতির সময় ২ জন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলা, ২০২০

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার শেরপুরের ভবানিপুর আঞ্চলিক সড়কের তেতুল তলা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় শেরপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২ ডাকাত দলের সদস্যকে আটক করে থানায় নিয়ে আসেন। গতকাল সোমবার সকালে আব্দুর রহিম সরদার (৩৫) ও সুজন মিয়ার (২৩) বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন।

জানা যায়, বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পাহের হাট গ্রামের মৃত আফছার ওরফে আফছার সরদারের ছেলে আব্দুর রহিম সরদার ও সুজন মিয়ার নের্তৃত্বে ৭-৮ জনের একটি ডাকাত দল গত রোববার রাতে একটি পিক-আপ ভ্যান নিয়ে বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের তেতুল তলা এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ও ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় ২ ডাকাত আব্দুর রহিম সরদার ও সুজন মিয়াকে আটক করলেও অন্য ডাকাতদলের সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা ৩টি হাসুয়া, ৩টি লোহাড় রড,লাইলনের রশি উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরপুর থানার এসআই রুম্মান হাসান বাদি হয়ে গতকাল সোমবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবর২৪ঘন্টা /এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST