শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিষ্ঠান হাতের কাছে গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্য সেবার প্রথম স্টেপ হলো এই কমিউনিটি ক্লিনিক। গ্রামের দূর-দূরান্তের গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের ভরসার জায়গা হলো কমিউনিটি ক্লিনিক। এখানে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ আসে সেবা নিতে। এদের মধ্যে বেশীর ভাগ হলো মহিলা। গ্রামের এই অসহায় মানুষগুলোর রয়েছে সচেতনতার অভাব। করোনা ভাইরাসের কি কি করনীয় এরা সেটা শুনেছে কিন্তু টাকার অভাবে একটি মাস্কও কিনতে পারছেনা। তাই নিশ্চিত হচে।ছনা তাদের স্বাস্থ্য সুরক্ষা। এই মানুষের স্বাস্থের কথা চিন্তা করে ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার রাশেদুল হক হাতে নিয়েছে মাস্ক বিতরণের কার্যক্রম। অসহায় গরীব রোগীরা যারা মাস্ক কিনতে পারছেনা তাদের হাতে তুলে দিবেন মাস্ক। এরই প্রেক্ষিতে ৬ মে বুধবার সকাল সাড়ে ৯ টায় দৈনিক যুগান্তর পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ইসলামের সহযোগিতায় ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা প্রায় ৭৫ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি গ্রæপের সভাপতি ইউপি সদস্য মো. ওমর আলী, সহ সভাপতি চান ভানু, সদস্য আমজাদ হোসেন, তাপস চন্দ্র, কিশোর সদস্য মোস্তফা কামাল, কমিউনিটি সাপোর্ট গ্রæপের সদস্য মো. আল- আমিন, রাসেল মাহমুদ, আনিছা বেগম, রুমা খাতুন, শাহানা খাতুন, শাপলা খাতুন প্রমূখ।
খবর২৪ঘন্টা/নই