শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ভাড়া খাটতে আসা কয়েরখালি গ্রামের নয়ন (১৩) নামের শিশুর অটোভ্যান চুরি হয়েছে। ৯জুন মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের রেজিষ্ট্রি অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ওই শিশুটি।
জানাযায়, উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালি গ্রামের সোনা মিয়ার ছেলে নয়ন মির্জাপুর বাজার থেকে ভাড়া নিয়ে শেরপুর রেজিষ্ট্রি অফিস বাজারে এসে যাত্রী নামিয়ে দিয়ে আবার মির্জাপুর যাওয়ার জন্য যাত্রী উঠায়। এসময় যাত্রী সেজে কয়েকজন চোর অটোভ্যানে উঠে নয়নকে রশি ক্রয় করে নিয়ে আসতে বলে। নয়ন যেতে না চাইলে চোর বলে খানপুর ইউনিয়নের ভীমজানি গ্রামে আমার বাড়ি। আমিতো তোমার প্রতিবেশী। তখন নয়ন মনে করেছে যে তারা তাকে চেনে তাই রশি কিনতে যায়। এই সুযোগে চোর ভ্যান নিয়ে পালিয়ে যায়। খেটে খাওয়ার একমাত্র সম্বল অটোভ্যানটি চুরি হয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে শিশু নয়ন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, আমি জানতে পেরেছি অটো ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। পূর্বেও এমন ঘটনা ঘটেছিল আমরা ভ্যানটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছি।
খবর২৪ঘন্টা/নই