শেরপুর(বগুড়া)প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পাওয়া আশা খাতুনের (১৬) একাদশে ভর্তি হওয়া হলো না। বিষপানের দুইদিন পর সোমবার (১১ আগষ্ট) দিবাগত রাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশা বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের মোস্তাফিজার রহমান বুলুর মেয়ে। সে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছিল।
নিহতের ভাই সাজেদুল ইসলাম জানান, অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরুর দিন রোববার সকালে তার বগুড়ায় যাবার কথা ছিল। কিন্তু সকাল ৯টার দিকে বাড়িতে সবার অজান্তে সে বিষপান করে। এতে অসুস্থ হলে তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, বাবার উপর অভিমান করে আশা খাতুন বিষপান করে। সোমবার রাতে তার মৃত্যু হয়েছে হাসপাতালে। এ ঘটনায় সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই