শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শুবলী এলাকায় অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করায় শুক্রবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা ভ্রম্যামান আদালত পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছেন।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুস সামাদ আবাদি জমির মাটি কেঁটে পুকুর খনন করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে পুকুর খননের ব্যবহৃত দুই ড্রেজার মেশিন ধ্বংস করেন এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারি কমিশনার ভূমি জামশেদ আলাম রানা বলেন, জমির প্রকৃতি পরিবর্তন করনের জন্য সরকারি দপ্তরের অনুমতি না নেয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই