1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারতের চিন্ময় নাটক: রাজশাহীতে রিজভী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ জানয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারতের চিন্ময় নাটক: রাজশাহীতে রিজভী

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত চিন্ময় নাটক সাজিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেখলাম শেখ হাসিনা চিন্ময়কে গ্রেফতারের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করে মুক্তির দাবি জানিয়েছে। এই গ্রেফতারের ঘটনায় তিনি ‘কুমিরের কান্না’ কাঁদছেন। চিন্ময় গ্রেফতার হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী। মুগ্ধর মতো একটি তারুণ্যদীপ্ত ছেলেকে গুলি করে হত্যা করে, আবু সাঈদ ও নাফির মতো ছেলেকে গুলি করে হত্যা করে আর এখন আপনি চিন্ময়কে গ্রেফতারের জন্য উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি আরো বলেন, দেখলাম চিন্ময়কে মুক্তি দিতে ভারতের পররাষ্ট্র দপ্তর স্টেটমেন্ট দিয়েছে। আমি তাদের বলি, এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ-ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছিল সেদিন তো আপনারা কোনো স্টেটমেন্ট দেননি। তখন নিশ্চুপ থাকলেন কেন? উত্তর-পূর্ব অঞ্চলের বাঁধগুলো খুলে দিয়ে মুসলিমদের সাথে হিন্দুদের বাড়িগুলোও ভাসিয়ে দিলেন। সেদিন তো তাদের জন্য মায়া-দয়া দেখালেন না। ইসকন নামক এই সংগঠনটি সারাদেশকে তারা অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছিল। এই ১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করে আপনারা কিছু করতে পারবেন না।

বাকশালি শাসনকে উল্লেখ করে তিনি বলেন, ৫ই আগস্ট দুনিয়া কাঁপানো একটি বিপ্লব হয়েছে। ৭ই নভেম্বরের যে অন্তর্নিহিত চেতনা তারই আরেকটি রূপ হল ৫ই আগস্ট। ৭ই নভেম্বর হয়েছিল বলে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রজনতা ৫ই আগস্ট ঘটিয়েছে। আমরা ‘৭১ সালে ভৌগোলিক স্বাধীনতা পেলেও নাগরিক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না এবং এই না থাকার মধ্যে সাবেক মন্ত্রীর পিতা হাতে কুড়াল নিয়ে সম্পূর্ণভাবে গণতন্ত্রের বৃক্ষকে কেটে টুকরো টুকরো করে একদল গঠন করলেন, তার নাম বাকশাল। সেই বাকশালের বিষবৃক্ষ উপড়ে দিয়ে সেদিন ক্যান্টনমেন্ট থেকে সিপাহী আর বাড়ি বাড়ি থেকে জনতা একত্রিত হয়ে তারা রাস্তায় নেমেছিল। ৭ই নভেম্বরের চেতনা ছিল সার্বভৌমত্বকে রক্ষা করা। স্বাধীনতা রক্ষা করা, আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করে প্রতিষ্ঠিত করা।

এসময় ‘ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, রাবি ছাত্রদলের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাবেক সেক্রেটারি কামরুল হাসানসহ অনেকে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST