সংবাদ বিজ্ঞপ্তি :
আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাটাখালি ১৩২/৩৩ কেভি গ্রীড সাব-স্টেশন রাজশাহীর ৩৩ কেভি বাস সেকশন আইসোলেটর পরিবর্তনজনিত কারণে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তা নি¤েœ দেওয়া হলো। উপশহর, তেরখাদিয়া, শিরোইল, আসাম কলোনী, ছোটবনগ্রাম, বিসিক, চন্দ্রিমা, পদ্মা, শাহমখদুম আবাসিক, ক্যান্টনমেন্ট, টেক্সটাইল,
বায়া, আমচত্বর, ভুগরইল, ওমরপুর, বড়বনগ্রাম, কৃষ্টগঞ্জ, খড়খড়ি, পবা, নওহাটা, মথুরা, বড়গাছি, মাধবপুর, বাগধানি, দৌলতপুর, টেমা, বেড়াবাড়ি, চান্দুড়িয়া, তানোর, কাদিরগঞ্জ, গ্রেটার রোড, বর্নালী মোড়, নগর ভবন । বিক্রয়া ও বিতরণ বিভাগ-৩ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আর/এস