নিজস্ব প্রতিবেদক : প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও শ্রমিকদেরকে শীতবস্ত্র উপহার প্রদান করেছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার তুলে দেওয়া হয়। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটি উপজেলার বিধবা নারীদেরও শীতবস্ত্র উপহার প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো. আক্তার জামিল। সংগঠনটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।
এদিন মোহনপুরের ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০০ কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবার এবং বিধবা নারীদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। শীতবস্ত্র উপহার পেয়ে তারা ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দচিত্তে বাসায় ফিরে যান।
এদিনের কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের মুস্তাকিম আহমেদ, আব্দুল্লাহ আল সাইফ, রিফাত আল মাহমুদ হাদি, নাহিদ হোসেন, মাসুম আহমেদ, মাহিম হোসেন, রুহুল আমিন আরাফাত, রাজিয়া সুলতানা, মাসুদ পারভেজ, মাহফুজা রিয়া, সখিনা খাতুন, স্বর্ণা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএ..