খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে একজনের এবং রোববার সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করেছে তাদের পরিবার। তারা হলেন, রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে মাসুদুর রহমান লতিফ, পূর্বধোলাইরপার এলাকার নাসির উদ্দিনের ছেলে তুষার এবং রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জসিম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনের মরদেহ শনাক্ত করেছে তাদের পরিবার। বাকি একজনকে এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া নিখোঁজ বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে ১৪ জন যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। সাড়ে নয়টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে যাওয়ার সময় বালুবাহী একটি বাল্কহেড পেছন থেকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মাঝিসহ ১৫ জনের মধ্যে ১০ জন সাঁতার কেটে তীরে উঠে আসলেও বাকি পাঁচজন নিখোঁজ থাকে তারপর ৪ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং ১ জন নিখোঁজ এই সংবাদ লেখা পর্যন্ত।
খবর২৪ঘণ্টা.কম/রখ