ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

শিবির সভাপতিসহ আটক ৫

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৭, ২০১৭ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গোপন বৈঠকের সময় লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র শিবির সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের সানিয়াজান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র শিবির সভাপতি ও হাতীবান্ধা উপজেলার আরাজি শেখ সুন্দর এলাকার সামছুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২২), পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি ও ওই ইউনিয়নের হোসনাবাদ এলাকার গোলাম রব্বানীর ছেলে গোলজাল হোসেন (২২), একই উপজেলার বাউরা হোসনাবাদ এলাকার আব্দুল কাদের ছেলে উচ্ছাস হোসেন (২০), নবীনগর এলাকার সেকেন্দার আলীর ছেলে মিশন ইসলাম (১৮) এবং হাতীবান্ধা উপজেলার বুড়াসারডুবী এলাকার ছানাউল্লাহ’র ছেলে আবু সাঈদ (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় দিবসের কর্মসূচিতে নাশকতার চালানোর জন্য সানিয়াজান বাজার এলাকায় শিবিরের প্রায় ২০ থেকে ৩০ জন মিলে গোপন বৈঠকে করছিল। এমন সংবাদে ভিত্তিতে ৫ জন শিবির নেতাকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, সানিয়াজান বাজার এলাকায় বৈঠক করার সময় শিবির সভাপতিসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।