নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে দুটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগ ম্যাগজিনসহ কালু (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৫। আটক অস্ত্র ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার লাতর বারিক বাজার গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। ৩০ মে রাতে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ
ক্যাম্পের একটি দল কর্তৃক ৩০ মে রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নলডুবরী মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল , ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজনিসহ অস্ত্র ব্যবসায়ী কালুকে আটক করে।
এমকে