চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টার দায়ে চাচা মজিবুর রহমান (৫৪) কে ১০ বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক আয়েজ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর মুন্নাপাড়া গ্রামের মৃত ঝাটু মণ্ডলের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজমুল আজম জানান, গত ২০১৭ সালের ৫ ডিসেম্বর রাতে ভাতিজিকে সাথে নিয়ে ছাগল খুঁজতে বাড়ির বাহিরে গিয়ে শিবগঞ্জ উপজেলার রাণীহাটী কলেজের নিকট একটি স্থানে যান মজিবুর। সেখানে জোরপূর্বক তার ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগী বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারের সদস্যকে জানালে মেয়ের পিতা বাদী হয়ে ওই বছরে ১৫ ডিসেম্বর শিবগঞ্জ থানায় একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মজিবুর রহমানকে দোষি সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন।
জেএন