নিজস্ব প্রতিবেদক:
আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হরিনাবাড়ি এলাকায় ককটেল হামলায় কামাল হোসেন (৪০) নামের এক আ’লীগ কর্মী আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কামাল হোসেনের উপর ককটেল নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মনজুর হোসেন বলেন, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তার উপর ককটেল নিক্ষেপ করেছে। আহত ব্যক্তিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে