সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের শপথের মধ্য দিয়ে পাবনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১০, ২০১৭ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি:যৌন হয়রানি-বাল্য বিয়ে ও নারী নির্যাতন বন্ধে এবং প্রতিরোধে শিক্ষার্থীদের শপথের মধ্য দিয়ে পাবনায় নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ পালিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করেন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ওয়াচ গ্রুপের সদস্যরা।
যৌন হয়রানি নির্মুলকরন নেটওয়ার্ক পাবনা‘র আহবায়ক কামরুননাহার জলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কমিউনিটি ওয়াচ গ্রুপ সদস্য অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ, সদস্য রেজাউল করিম হেনা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাবেক পৌর কমিশনার শহীদুল ইসলাম লালু, শিক্ষক মো: আশরাফুজ্জামান, শিক্ষার্থী সুরাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) এর সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার। বক্তারা জেলার বিভিন্নস্থানে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানান।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।