1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শাহরুখ নয় রণবীরই ডন-থ্রি - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

শাহরুখ নয় রণবীরই ডন-থ্রি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

‘ডন থ্রি-তে ‘ডন কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। ফারহান আখতার গতকালই জানিয়েছিলেন ‘ডনথ চরিত্রে এবার শাহরুখ নয়, অভিনয় করবেন রণবীর সিং। বুধবার প্রকাশ্যে এল ছবির প্রথম টিজার। টিজারে রণবীর সিংকে দেখা গেল ‘ডন’ রূপে।

‘ডন থ্রি-এর টিজার শেয়ার করে ফারহান লিখেছেন, ‘নতুন যুগ শুরু হচ্ছে, ডন থ্রি ছবিটি পরিচালনা করবেন ফারহান নিজেই।

টিজারের শুরুতে দেখা যায় একটি বহুতলের ভবনের একটি ফ্ল্যাটে চেয়ারে পিছন ফিরে বসে ধূমপান করছেন রণবীর। পরনে লেদার জ্যাকেট, বুট। তারপর কথায় কথায় তিনি জানান, যেই বাঘ ঘুমাচ্ছে সে কবে জেগে উঠবে তা সবাই জানতে চায়। তাদের বলে দিন আমি আবার জেগে উঠেছি। আমার শক্তি ও ক্ষমতা দেখাতে। মৃত্যু নিয়ে খেলার জীবন আমার, জেতাই আমার কাজ। আপনারা তো জানেনই আমার নাম। ১১ দেশের পুলিশ আমাকে খুঁজছে, কিন্তু ধরতে পেরেছে কে? আমি ডন!

‘ডন’ চরিত্রে শাহরুখকে না পেয়ে ভক্তরা বেশ হতাশ। তবে রণবীরের লুক দেখে অনেকেই মনে করছেন ‘ডনথ চরিত্রটির প্রতি অবিচার করবেন না রণবীর।

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন থ্রি।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team