ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের স্ত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা!

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৭, ২০১৭ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বলিউডে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া জুটির প্রেম নিয়ে কম গুঞ্জন হয়নি। তবে এবার আর প্রেম নয়, রিয়েল লাইফে না হলেও রিল লাইফে শাহরুখের স্ত্রীর ভূমিকায় হাজির হচ্ছেন দেশি গার্ল।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শাহরুখ হাজির হচ্ছেন একজন মহাকাশচারীর ভূমিকায়। ভারতীয় মহাকাশ নায়ক বলে খ্যাত রাকেশ শর্মার জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে বি-টাউনে। সেই ছবিতেই শাহরুখের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। রাকেশের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

শাহরুখ খান ‌‌‌‌’ডন’ দিয়ে ভক্তদের মন জয় করেছিলেন বলিউড বাদশাহ। প্রিয়াঙ্কা চোপড়া সেই ছবিতে বিপরীতে ছিলেন কিং খানের। দুজনের জুটিকে বেশ লুফে নিয়েছিল বলিউডের দর্শক।

এর আগে শোনা গিয়েছিল মহাকাশচারী রাকেশের ভূমিকায় ছবিটিতে অভিনয় করবেন আমির খান। তবে শিডিউল না থাকায় তিনি কাজটি করতে অসম্মতি জানিয়েছিলেন।
এরপর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাহরুখকেই নিশ্চিত করেছে, ছবির পরিচালক মহেশ মাথাইয়ের বরাতে সেই কথাই জানাল ভারতীয় গণমাধ্যম।

খবর২৪ঘণ্টা.কম/জন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।