1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শাহজালালে মসজিদ থেকে ৩ কোটি ৩২ লাখ টাকার স্বর্ণসহ আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

শাহজালালে মসজিদ থেকে ৩ কোটি ৩২ লাখ টাকার স্বর্ণসহ আটক ৩

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুলা, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের দুই যাত্রী ও সিভিল এভিয়েশনের এক কর্মচারী স্বর্ণ পাচারের সময় ধরা পড়েছে।

আজ রবিবার সকাল ৯টায় বিমানবন্দরের তিনতলার এয়ার লাউঞ্জ এলাকার মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিভিল এভিয়েশন কর্মচারী মোঃ জামাল উদ্দিন পাটোওয়ারি ও দুই যাত্রী মোহাম্মদ একরামুল হক এবং জাহিদুল হক সালমান ভুইয়া। তাদের কাছ থেকে ৫৭টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় পৌনে সাত কেজি। স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।

কাস্টমস সূত্র জানায়, সিভিল এভিয়েশন কর্মচারী জামাল উদ্দিন পাটওয়ারী “ক্লিনিং শিফট ইনচার্জ” হিসেবে বিমানবন্দরে কাজ করেন। যাত্রী দুজন স্বর্ণসহ মসজিদে প্রবেশ করে এবং স্বর্ণ হস্তান্তরের জন্য নামাজের ভঙ্গিমায় অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে সিভিল এভিয়েশন কর্মচারী জামাল উদ্দিন পাটোওয়ারী মসজিদে স্বর্ণ নেওয়ার জন্য মসজিদে ঢুকে। এসময় কাস্টমস কমর্কর্তারা তাদের আটক করে। তাদের কাস্টমস হলে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগের মধ্যে রাখা সিগারেটের প্যাকেটের মধ্যে হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০ তোলা ওজনের ৫৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬ কেজি ৬৩ গ্রাম।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST