খবর২৪ঘণ্টা ডেস্ক: টানা ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা আজও বন্ধ রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান।
জানা যায়, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
কুয়াশা কাটলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল আগের শিডিউল অনুযায়ী চলবে বলে জানান সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা।
এমকে