1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শান্তিপূর্ণ নির্বাচনের আহবানে রাজশাহীতে সুজনের মানববন্ধন ও শান্তি পদযাত্রা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

শান্তিপূর্ণ নির্বাচনের আহবানে রাজশাহীতে সুজনের মানববন্ধন ও শান্তি পদযাত্রা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যথাযথ ভ‚মিকা পালনে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটি। সেই সাথে সরকার, রাজনৈতিক দল, নির্বাচনী দায়িত্বে নির্বাচিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী ও সমর্থকদের প্রতিও আহবান  জানান সুজন।
শনিবার ১০টার দিকে রাজশাহী আলুপট্টির সামনে সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে ঘন্টাব্যপী অনুষ্ঠিত হয় মানববন্ধন। সুজনের রাজশাহী মহানগর কমিটির সভাপতি পিয়ার বকসের সভাপতিত্বে ও সুজনের রাজশাহী সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এসময় সুজনের জেলা সভাপতি সফিউদ্দিন আহমেদ, সুজনের রাজশাহী মহানগর সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, সুজনের রাজশাহী জেলা সহসভাপতি মো. আমানুল হক, সুজনের বিভাগীয় সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায়, সুজন রাজপাড়া সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, পিস প্রেসার গ্রæপের অ্যাম্বাসেডর মহেষ চন্দ্র সরকার, পিস প্রেসার গ্রুপের সমন্বয়কারী মো. মিজানুর রহমান, ইযূথ লিডার মোস্তাফিজুর রহমান সজল, আজমিরা পারভীন, মো.জিহাদুল ইসলাম, সাবরিনা শারমিন, মো. মাহফুজুল হক তিতাস প্রমূখ। সুজনের এরিয়া কোঅর্ডিনেটর মো. আসির উদ্দিন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুজনের আহবান  পত্র পাঠ করেন।

মানববন্ধন ও শান্তি পদযাত্রায় বক্তারা, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মানববন্ধন ও শান্তি পদযাত্রা থেকে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। তাঁরা আরো বলেন, সাম্প্রতিককালে অনুষ্ঠিত সিটি নির্বাচনসমূহের অভিজ্ঞতার আলোকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন, সফল নির্বাচন অনুষ্ঠানের ভালো দৃষ্টান্তসমূহ অনুসরণ করে যথাযাথ ভ‚মিকা পালন করবেন। নির্বাচনী অনিয়মের ক্ষেত্রে কঠোরতা প্রদর্শন, কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণসহ ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম হলে সেই এলাকার নির্বাচন স্থগিত করার উদ্যোগ নেবেন এবং প্রয়োজনে ফলাফল বাতিল করে নতুন করে ভোট গ্রহণের উদ্যোগ গ্রহণ করবেন বলে সুজন-সুশাসনের জন্য নাগরিক মনে করেন।

সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর স্বপক্ষে ভোটাধিকার প্রয়োগের আহবান জানানোর মধ্যদিয়ে মানববন্ধন শেষে রাজশাহী আলুপট্টি থেকে একটি শান্তি পদযাত্রা বের হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট এ গিয়ে শেষ হয়। মানববন্ধন ও শান্তি পদযাত্রায় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team