নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিব আনজুম সবুজ নিহতের ঘটনায় সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৪২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে ।
শুক্রবার (২৩ আগস্ট) নিহতের বাবা মাইনুল হক (৬০) বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।
নিহত শাকিব আনজুম (২৬) নগরীর রানীনগর এলাকার বাসিন্দা। সে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে সবেমাত্র ছাত্রত্ব শেষ করেছেন।
মামলায় কয়েকজন উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার মিছিলের অংশগ্রহণ করে সাকিব। বেলা পৌনে একটার দিকে মিছিলটি শাহ মুখদুম কলেজের সামনে পৌছলে অপর দিক হতে উল্লেখিত আসামিরা সশস্ত্র অবস্থায় হামলা করে। এ সময় মোস্তফা নামের এক সন্ত্রাসী শাকিবকে গুলি করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় শাকিব। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি তার। তবে অপর আসামি শাকিল মৃত্যু নিশ্চিত করতে শাকিবের পিঠে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মাসুদ পারভেজ জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হবে।
বিএ…