1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শাকিবের সঙ্গে এক হওয়া নিয়ে যা জানালেন অপু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

শাকিবের সঙ্গে এক হওয়া নিয়ে যা জানালেন অপু

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলা, ২০২৩

দীর্ঘদিন ধরেই ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উড়ছে আবারও এক হতে চলেছেন সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ খবরে প্রাক্তন এই তারকাদম্পতির অনুরাগীরাও ভীষণ আনন্দিত। যদিও বিষয়টি পুরোপুরি এখনও খোলাসা করেননি শাকিব-অপু।

কিন্তু ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শাকিবের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। মূলত এরপর থেকেই নেটিজেনদের সেই গুঞ্জন আরও জোরালো হয়।

গেল ২৭ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় পাড়ি জমান ঢালিউডের এই কুইন। উৎসবে অংশগ্রহণের পর ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিকল্পনার কথা জানান অপু।

চিত্রনায়িকা বলেন, আমেরিকা সফর ছিল পুরোটাই ছেলে জয়ের কথা ভেবে। মা-বাবাকে একসঙ্গে পেয়ে অনেক খুশি হয়েছে জয়। সকালে ঘুরতে বেরিয়ে যেত। আর বের হলেই মাঝে মাঝে একটু বায়না করতো। যখন যা দেখছে সেটাই কিনবে সে। সেই সময় একটু শাসন করতে হয়, বাচ্চা তো।

শাকিবের সঙ্গে শিগগিরই সংসার শুরু করবেন কিনা? এ প্রশ্নের জবাবে অপু বলেন, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। ইতোমধ্যে অনেকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। তবে আমরা ব্যক্তিগত জীবনে কী করব কিংবা কোন দিকে যাব সেটা আমাদের ভবিষ্যৎ। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ পরবর্তীতে যা হবে, সেটা গোপনই থাক। এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না।

চলতি মাসের শুরুতে ‘প্রিয়তমা সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে যান শাকিব। এর প্রায় দুই সপ্তাহ পরই সেখানে ছেলে জয়কে নিয়ে হাজির হন অপু। ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরতে-ফিরতে দেখা যায় দুজনকে। শুধু তাই নয়, একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদেরকে। এরপরেই প্রশ্ন উঠে— তাহলে কি এক হচ্ছেন শাকিব-অপু? তবে আপাতত এই ব্যাপারে কিছু বলতে নারাজ অপু। তাই তাদের অনুরাগীদের অপেক্ষায় প্রহর যেন আরও দীর্ঘ হলো।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST