খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: থার্টি সিক্স টোয়েন্ট ফোর থার্টি সিক্স-এর যৌবনে পাগল এবার ঠাকুরপোদের দল। ‘উমাবৌদি’র পর এবার ওয়েব দুনিয়ায় হাজির নটি অ্যান্ড হটি ‘ঝুমাবৌদি’।
যাঁকে দেখে ইতিমধ্যে দুপুরের ঘুম দূরে থাক রাতেরও ঘুমও উড়েছে ঠাকুরপোদের। বারবার উঁকি দিচ্ছেন ওয়েবের জানালায়। আর দেখে টুক করে একাবার নিচ্ছেন ঝুমাবৌদিকে।
নানান ছলাকলার পর অবশেষে দেবরদের সামনে এলেন ঝুমা বৌদি। মুক্তি মেল ‘দুপুর ঠাকুরপো’র প্রোমো।
শুক্রবার সকাল থেকেই বৌদি দর্শনের জন্য ঠাকুরপোদের মধ্যে একটা উত্তেজনার তৈরি হয়েছিল। কিন্তু প্রোমো দেখার পর হতাশ হয়েছেন অনেকেই। কারণ বৌদির দেখা মিললেও মিসস বৌদি অ্যাপিল।
সিজন ওয়ানে উমা বৌদি মায়াবী চোখের ইশারা, বাঁকা ঠোঁটের হাসি যে থাবা বসিয়েছে ঠাকুপোদের মনে তা বিট করতে পারল না ঝুমা বৌদি। সব কিছু থেকেও যেন কিছু একটা নেই। তাই জ্যেঠুর বউ-এ এবার পাড়ার মন মজবে কিনা তা নিয়ে একটা সন্দেহে ইতিমধ্যে তৈরি হয়েছে।
তবে শুরু থেকে শোনা যাচ্ছিল ঝুমা বৌদির চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। কিন্তু প্রোমো সামনে আসতেই মিটল সন্দেহ। শ্রীলেখা নয় এবার বৌদি মোনা লিসা। এটা জানার পরও মন ভেঙেছে অনেকের। তাই এতো লোকের মন কি মোনালিসা জোড়া দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ