রয়েল খান স্পোর্টস ডেস্ক: স্পোর্টিং লিসবনকে পাত্তাই দিল না লিওনেল মেসির বার্সেলোনা। ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শেষ করেছে কাতালান ক্লাবটি। নকআউট পর্ব নিশ্চিত করা বার্সা দুই ড্রয়ের পর দেখা পেয়েছে জয়ের। এর আগে স্পোর্টিংয়ের মাঠে একমাত্র আত্মঘাতী গোলে জিতেছিল তারা।
ন্যু ক্যাম্পে লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই মঙ্গলবার রাতে একাদশ সাজান ভালভার্দে। মধ্যবিরতির পরও প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয় বার্সা। ম্যাচের ৫৯ মিনিটে গোলখরার অবসান ঘটান পাকো আলকাসের। ডেনিশ সুয়ারেজের কর্নারে মাথা ছুঁয়ে বল জালে জড়ান তিনি।
এরপর ৬২ মিনিটে ভিদালকে উঠিয়ে মেসিকে পাঠান ভালভার্দে। খেলার ধারও বাড়ে। ৭৪ মিনিটে মেসির শট অল্পের জন্য জালমুখ খুঁজে পায়নি।
৭৭ মিনিটে লুকাস দিনিয়েও গোলবঞ্চিত হন।
৭৯ মিনিটে মেসির আরেকটি আক্রমণ ব্যর্থ হয়। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির জোরাল শট ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক প্যাট্রিসিও। যোগ করা সময়ে বার্সা দ্বিতীয় গোলটি পায় অতিথিদের কল্যাণেই। সুয়ারেজের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ।
খবর২৪ঘণ্টা.কম/রখ