লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে উপজেলায় সত্রুতা করে বরমহাটি ও মানিকহার গ্রামের দুটি বাগানের প্রায় ৬০ মন আম নষ্ট করে দিয়েছে দুবৃত্তরা। এ ব্যাপারে লালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ আম ব্যাবসায়ী আবুল কালাম জানান, তিনি দেড় লক্ষ টাকা দিয়ে গোপালপুরের হায়দার আলীর বরমহাটি মাঠের একটি আম বাগানের আম কিনেছিলেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা সত্রুতা কারে বাগানের প্রায় ৪০ মন আম পেড়ে হাসুয়া দিয়ে কেটে নষ্ট করে দিয়েছে। অপর দিকে মানিকহার মাঠের আশরাফুল আলম এর একটি আম বাগানের প্রায় ২০ মন আম একই ভাবে পেড়ে নষ্ট করে দিয়েছে।
এ ব্যাপারে আশরাফুল আলম লালপুর থানায় একটি জিডি করেছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ, বিষয়টি তদন্ত সাপেক্ষে অপরাধী সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ