লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর মাদক বিরোধী অভিযানে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ুেরাববার রাতে হাবিল শেখ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে বাহাদুরপুর চর এলাকার যোগদহ মৃত বদর উদ্দিন ওরোফে বুদু শেখের ছেলে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেত্রিত্বে পুলিশের একটি দল উপজেলার যোগদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাবিল শেখকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে তার গরু রাখার ঘরের মাটির নিচ থেকে ২শ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। হাবিলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে ও তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।