লালপুর প্রতিনিধি: রোববার নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ঈশ^রদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।
শিমুলের পিতা শহিদুল ইসলাম জানান, গত ০৭ মার্চ শিমুল সহ ৩ জন মোটর সাইকেল যোগে উপজেলার লালপুর থেকে গোপালপুর যাবার পথে শিমুলতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দিলে তারা মারাত্মকভাবে আহত হয়।
পরে তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ওই দিনই শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চার দিন পর রোববার রাত ১ টার দিকে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ