লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে উপজলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন লালপুর আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, বড়াইগ্রাম সার্কেল এএসপি হারুন অর
রশিদ, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আকবর আলী, একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,সাংস্কৃতিকলেিগর কেন্দ্রীয় কমিটির নেতা কর্নেল(আব) রমজান আলী সরকার, জেলা
পরিষদের সদস্য বদিউর রহমান বদর,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক গোলাম কাউছার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, উপাধ্যক্ষ বাবুল আকতার, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা, সাংগাঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন প্রমূখ।