লালপুর (নাটোর) প্রতিনিধি: করোনা ভাইরাস মোকবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের লালপুরে দরিদ্র শিক্ষার্থী ও এলাকার সাময়িক কর্মহারা স্বল্প আয়ের অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোহরকয়া ডিগ্রী পাস ও অনার্স কলেজ।
শুক্রবার (১৫ মে) কলেজের শিক্ষক-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ড. মো: ইসমত হোসেন, প্রভাষক আমজাদ হোসেন, প্রভাষক ছিদ্দিক আলী মিষ্টু সহ শিক্ষক-কর্মচারী বৃন্দ।
খবর২৪ঘন্টা/নই