ঢাকাসোমবার , ২১ নভেম্বর ২০২২
   
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে মহিষের গাড়ির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় নিহত ১

লালপুর (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

মহিষের গাড়ি ও অটো চার্জার ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মো.সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর ২০২২) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার ভূইয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপালপুর বাজার থেকে অটো চার্জারে বাড়িতে ফেরার পথে লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের গোপালপুর পৌরসভার ভূইয়াপাড়া নামক স্থানে মহিষের গাড়ির সঙ্গে ধাক্কায় লেগে মো. সাদ্দাম হোসেন রাস্তায় পড়ে যান।

গুরুতর জখম প্রাপ্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রেদওয়ানুল হক রাজু বলেন, নিহত ব্যক্তি গাড়ির ধাক্কায় বুকে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার আগেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।