লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস (৭৬০) ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের সময় উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার নিজাম উদ্দিন জানান, যাত্রাবিরতিকালে ট্রেনটি হটাৎ ব্রেক ফেল করলে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। তবে বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সন্ধায় ঢকার উদ্যেশ্যে স্টেশন ত্যাগ করেছে।
বিএ/