ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে দুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

admin
নভেম্বর ২৮, ২০১৭ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

লালপুর (না‌টোর) প্র‌তি‌নি‌ধি‍ঃ নাটোরের লালপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ এর সন্মেলন কক্ষে এই চেক বিতর অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ । এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,শফিকুল ইসলাম স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানভীর বুলবুল খান, আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার হিরু,ফিরোজ আল হক ভূইয়া প্রমুখ । অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ হতে প্রাপ্ত ২০১৭-২০১৮ অর্থ বছর এর অনুদান জীবনমান উন্নয়ন ও প্রাকৃতিক দূর্যোগ খাত থেকে ৩১ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই চেক প্রদান করা হয় । ###

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।