লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় ট্রেনের তেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা পুলিশ। আটককৃরা হলো- পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহম্মাদপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে সুমন হোসেন (২২), একই এলাকার আসলাম আলীর ছেলে মিঠুন আলী (২০), রহিমের ছেলে জিয়াউর (২২) এবং আব্দুল করিমের ছেলে সোহেল রানা (২৩)।
রেলওয়ে নিরাপত্তা বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২.৪০ টার দিকে আমনুরা থেকে খুলনাগামী (এমটি এ.কে. ২৬ ডাউন) ২৬ ডাউন তেলবাহী খালী ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির প্রস্তুতি নিচ্ছিল চোর চক্রের উক্ত ৪ সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনটি স্টেশনে প্রবেশের পূর্বেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আব্দুলপুর ইউনিটের একটি টিম তাদেরকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ২০ মিটার পাইপ, ১টি স্লাই রেঞ্জ, ২টি জারকিন, বস্তা, দড়ি এবং জুটসহ তেল চুরির সরঞ্জাম উদ্ধার করে।
এ ব্যাপারে আব্দুলপুর রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইউনিট কার্যালয়ের ইনর্চাজ আব্দুল হানান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নামে ঈশ্বরদী জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ চক্রের অবশিষ্টদের আটক করার চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ