লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর হাটে অভিযান চালিয়ে ১৬ কেজি জাটকা ইলিশ জব্দ ও জাটকা বিক্রির অপরাধে নয়ন আলী (৩৯) নামের এক মাছ ব্যাবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নয়ন ঈশরদী উপজেলার মশুরিপাড়া গ্রামের মুনছের প্রামানিকের ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর ও লালপুর থানা পুলিশের সহযোগিতায় গোপালপুর হাটে অভিযান চালিয়ে উক্ত মাছ জব্দ করা হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ উপস্থিত ছিলেন। জব্দকৃত মাছ মধুবাড়ী মাজার হাফেজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিংএ প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ