লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে বুধবার (৩১ জানুয়ারি) সকালে লালপুর থানা ছাত্রদলের উদ্যোগে সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাস ভবন চত্বরে ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মাজেদুর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লালপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কচি, সাধারণ সম্পাদক ও গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।
এ সময় উপস্থিত ছিলেন থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিস্টু, পৌর যুব দলের সভাপতি আব্দুল বারি বাবলা,সাংগঠনিক সম্পাদক শাহিন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসলাম আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, সাবিক আহম্মেদ, নাদিম মোস্তফা দোহা, কামরুজ্জামান সোহাগ, শিমুল ইসলাম, সোহাগ আহম্মেদ, নিজাম উদ্দিন, রাকিব, এনামুল হক, সাকিবুল আলম সুলভ, বাগাতিপাড়া থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সুজনসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নাটোর জেলা ছাত্র দল লালপুর থানা ছাত্র দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নাটের জেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন, ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন ভিপি তুষার, সাধারণ সম্পাদক সহিদুজ্জামান খোকনকে লালপুর থানা বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছা সেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান । এর আগে নেতা কর্মীরা মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন এবং দেশ জাতির শান্তি কামনায় দোয়া করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ