লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কামরাঙ্গা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহেদ আলী (১০) নামের এক তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । সে উপজেলার তিলোকপুর গ্রামের জাহাঙ্গীর আলম খামারুর ছেলে এবং চামটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। সোমবার ৯ জুলাই সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শাহেদ আলী তার নিজ বাড়ীর কামরাঙ্গা গাছে উঠে কামরাঙ্গা পাড়ার সময় পা পিছলে পড়ে মারাত্মকভাবে আহত হয় । আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন