লালপুর প্রতিনিধিঃ সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নাটোরের লালপুর উপজেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন। একই পরীক্ষায় ২০১৭ সালে এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছিল ২শ ৫৯ জন। ফলে গত বছরের তুলনায় এবছর জিপিএ-৫ কমে গেছে প্রায় ৬২ ভাগ।
মাধ্যমিক শিক্ষা অফিস ও বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলায় জেনারেল শাখায় ৮৯ জন, কারিগরি শাখায় ১০ জন জিপিএ-৫ পেয়েছে। মাদ্রাসায় গত বছর ও এ বছর কোন জিপিএ-৫ পায়নি। জেনারেল শাখার মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় ১৮,যা গত বছরের তুলনায় ১২জন কম। লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ১২ যা গত বছরের তুলনায় ৩২জন কম।এভাবে প্রায় সব প্রতিষ্ঠানেই জিপিএ-৫ কমেছে উল্যেখযোগ্য হারে। এবছর উপজেলায় জিপিএ ৫ প্রাপ্ত অন্যান্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে করিমপুর উচ্চ বিদ্যালয় ৯, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ৮, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৫, আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ৫, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও গৌরীপুর উচ্চ বিদ্যালয় ৪ জন করে, কলসনগর উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, নান্দরায়পুর উচ্চ বিদ্যালয় ৩ জন করে , লক্ষণবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়, রাকসা উচ্চ বিদ্যালয় ২ জন করে, এবং বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়, কচুয়া উচ্চ বিদ্যালয়, চাঁদপুর উচ্চ বিদ্যালয়, মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়, শাদীপুর উচ্চ বিদ্যালয়, মোহরকয়া উচ্চ বিদ্যালয় ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।
অপর দিকে কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছে ১০ জনএর মধ্যে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কারিগরি শাখায় ৫ জন, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা ৩জন, করিমপুর উচ্চ বিদ্যালয় কারিগরি শাখায় ১ জন, এবং মমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসা কারিগরি শাখায় ১ জন জিপিএ ৫ পেয়েছে।
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএমআসাদুজ্জামান জানান, এবছর সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নের কারনে জিপিএ-৫ কমে গেছে, তবে এতে শিক্ষার মান উন্নত হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ