1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লাকমলদের লড়াইয়েও ধুঁকছে শ্রীলঙ্কা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

লাকমলদের লড়াইয়েও ধুঁকছে শ্রীলঙ্কা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুন, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: বোলারদের অনবদ্য লড়াই সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিজটাউন টেস্টে কোণঠাসা শ্রীলঙ্কা৷ গোলাপি বলে দিন-রাতের টেস্টে সিংহলী পেসাররা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ধসিয়ে দেয় মাত্র ২০৪ রানে৷ ক্যারিবিয়ানদের অল্প রানে বেঁধে রাখার সুযোগ যথাযথ কাজে লাগাতে ব্যর্থ শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা৷ ফলে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা৷

পোর্ট অফ স্পেনে প্রথম টেস্ট হারার পর সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট ড্র করতে সক্ষম হলেও শ্রীলঙ্কা দলকে তাড়া করে বেড়ায় বল বিকৃতি বিতর্ক৷ যার জেরে এক ম্যাচে নির্বাসিত হতে হয়েছে দ্বীপরাষ্ট্রের নিয়মিত টেস্ট অধিনায়ক দীনেশ চাঁদিমলকে৷ স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসাবে লাকমল কেনিংটন ওভালে সিরিজের শেষ টেস্টে নেতৃত্ব দিতে নামেন দলকে৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছিল৷ বৃষ্টির জন্য প্রথম দিন খেলা হয় মাত্র ৪৬.৩ ওভার৷ তার পর থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবিয়ান দল দু’শোর গণ্ডি পার করেই অলআউট হয়ে যায়৷ দলনায়ক জেসন হোল্ডার ৭৪ ও ডওরিচ ৭১ রান করেন৷ বাকিরা কেউই বলার মতো রান সংগ্রহ করতে পারেননি৷

শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ৫৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন লাহিরু কুমারা৷ ৬৮ রানে ৩ উইকেট দখল করেন কাসুন রজিথা৷ ৫২ রানে ২ উইকেট লাকমলের৷ ১০ ওভারে ১৬ রান খরচ করে একটি উইকেট পেরেরা৷

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ১৪ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে৷ খাতা খোলার আগেই কুশল পেরেরা সাজঘরের পথে হাঁটা লাগান৷ উদায়াত্তে ৪ রান করে আউট হন৷ দু’জনকেই ফিরিয়ে দিয়েছেন কেমার রোচ৷

মেন্ডিসকে সঙ্গে নিয়ে গুনতিলকে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন৷ তবে সেট হয়ে উইকেট দিয় আসেন দু’জনেই৷ মেন্ডিস ২২ রান করে গ্যাব্রিয়েলের বলে বোল্ড হন৷ গুনতিলকেকে ২৯ রানে এলবিডব্লুর ফাঁদে জড়ান হোল্ডার৷ ডি’সিলভা ৮ রানে গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকার হন৷

উইকেটকিপার ডিকওয়েলাকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন সিলভা৷ বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার সময় সিলভা ৩ ও ডিকওয়েলা ১৩ রানে অপরাজিত ছিলেন৷

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইিনসের থেকে এখনও ১০৫ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা৷ ইতিমধ্যেই অর্ধেক ব্যাটিং লাইন-আপ খুইয়ে বসা শ্রীলঙ্কা লড়াই কতদূর টেনে নিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার৷

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST