ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
   
আজকের সর্বশেষ সবখবর

লাইভ চলাকালে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ২৬, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলে লাইভ চলাকালীন সময় উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ওই একই চ্যানেলের একজন সাংবাদিক।

স্কাই নিউজ জানিয়েছে, উপস্থাপিকা কর্নেলিয়া নিকলসন ‘লোকাল থ্রী নিউজথ এ কাজ করেন। অন্যান্য দিনের মত সেদিনও তিনি লাইভে খবর পাঠ করছিলেন।

এমন সময় হঠাৎ করে স্টুডিওর বাঁ-দিক থেকে তার দিকে হাতে ফুলের তোড়া এবং রিং বক্স নিয়ে এগিয়ে আসেন তার প্রেমিক। রিলি নাজেল ওই সংবাদমাধ্যমেরই একজন সাংবাদিক। এরপরই লাইভ চলাকালে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিলি বলছেন, কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসেই তার আলাপ হয়েছিল। সে এতটাই উজ্জ্বল যে তার জন্য গোটা ঘর আলোকিত হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, রিলি হাঁটু গেড়ে বসে কর্নেলিয়া প্রশ্ন করে,আপনি আমাকে বিয়ে করবেন? কর্নেলিয়া কেঁদে উত্তর দেয়, হ্যা।

এরপর রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুমু খান তারা। অনেক নেটিজেনরা বলছেন, এমন মিষ্টি প্রেমপ্রস্তাব পেতে কার না ইচ্ছে করে! যদিও অনেকে বলছেন, পাবলিসিটি স্টান্ট দিতেই এসব কাণ্ড।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।