খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আপনি কি জিৎ ভক্ত? তাহলে আপনার জন্য রইল একটি সুসংবাদ৷ আপনার এই প্রিয় অভিনেতার আপকামিং সিনেমা ‘সুলতান দ্য সেভিয়ার’-এ একদম অন্যরকম লুকে দেখা যেতে চলেছে তাঁকে৷ মঙ্গলবার থেকে শুরু হল তাঁর এই নয়া লুকের প্রস্তুতি৷
সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি ফ্যানদের উদ্দেশ্যে এই সুখবরটি জানান৷ যদিও এই নিউ অবতারে যে তাঁকে গোটা সিনেমাতে দেখা যাবে তা কিন্তু নয়৷ সিনেমার প্রায় অর্ধেকেরও বেশি সময়টা তাঁকে নর্মাল লুকেই দেখা যাবে৷ কিন্তু ফ্ল্যাশব্যাকের বেশ কিছু দৃশ্যে জিৎকে দেখা যাবে এই নয়া লুকে৷ যদিও লুক সম্পর্কে এখনই বিস্তারিত কিছুই তিনি জানাননি৷ তবে খুব শিগগিরি তা রিভিল হবে বলে আশ্বস্ত করেছেন তিনি৷
পাশাপাশি লাইভে এসে অভিনেতা জানান, চলতি সপ্তাহের রবিবারই তাঁর বহু প্রতিক্ষীত সুলতান সিনেমার টিজার পোস্টার রিলিজ করবে৷ ফলে সেখানেই দেখা যাবে তাঁর এই নয়া অবতারের প্রথম ঝলক৷
ছবিতে জিৎ ছাড়াও রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷ রাজা চন্দ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরেই৷
খবর২৪ঘণ্টা.কম/জন