1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লর্ডসের মাঠে অমর হল ভারতীয় যুগলের প্রেম - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

লর্ডসের মাঠে অমর হল ভারতীয় যুগলের প্রেম

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুলা, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: বলিউড সিনেমা ‘মুঝসে সাদি করোগী’র কথা মনে আছে? বিশেষ করে সিনেমাটির শেষ সিন? যেখানে প্রেম(সালামন খান)
সানিকে(অক্ষয় কুমার) তাড়া করে এক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছেছেন৷ সেই মাঠে উপস্থিত রয়েছেন প্রেমের প্রেমিকা রাণী (প্রিয়াঙ্কা চোপড়া) ৷ কপিলদেবের কাছ থেকে মাইক নিয়ে মাঝ মাঠে প্রেম প্রপোজ করছেন রাণীকে , ‘মুঝসে শাদি করোগী ?’ ঠিক এই দৃশ্যেরই রি-প্লে হল শনিবার লর্ডসের মাঠে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে চলার সময়৷

ম্যাচের প্রথমার্ধ, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ক্রিজে৷ ২৪ তম ওভার বল করতে আসছেন যুবেন্দ্র চাহাল ঠিক তখনই বলিউড সিনেমার মতো ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের ধারাভাষ্যকার বলে উঠলেন, ‘আমার মনে হচ্ছে এখানে বিশেষ কিছু হতে যাচ্ছে৷’ ডেভিড লয়েডের গলার স্বরের সঙ্গেই টিভি ক্যামেরা তাক করা হল গ্যালারিতে উপস্থিত দুই ভারতীয় তরুণ তরুণীর দিকে৷ ছেলেটি এদিক ওদিকে তাকাচ্ছে৷

প্রেমিকের হঠাৎ এমন আচরণে অবাক তরুণীও৷ ততক্ষণে লয়েডের উত্তেজিত কণ্ঠ নাম জানিয়ে দিয়েছে দুজনের নাম, ‘চারান ও পাভান৷’ আমাদের দেশের উচ্চারণে অবশ্যই নাম দুটো ‘চরণ’ এবং ‘পবন’৷ মাঠে লাগানো টিভি স্ক্রিণ জুড়েও এই দুই যুগল৷

ততক্ষণে বিষয়টা বুঝতে কারও বাকি নেই ব্রডকাস্টিং চ্যানেলকে আগেই বলে রেখেছেন এ তরুণ, প্রেমিকাকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেবেন তিনি৷ ক্যামেরা তার দিকে ঘুরতেই হাঁটু গেড়ে বসলেন, আংটি বাড়িয়ে ধরলেন প্রেমিকার দিকে৷ বলিউড সিনেমার মতই টানটান উত্তেজনা৷ স্ক্রিনে ভেসে উঠল ‘ডিসিশন পেন্ডিং৷’

এরকম পরিবেশে বিয়ের প্রস্তাব পেয়ে অবাক এবং আনন্দিত তরুণীটি হতাশ করলেন না প্রেমিককে৷ দেশী গার্লের মতই লাজুক হেসে জানালেন, ‘হ্যাঁ, তিনি বিয়েতে রাজি৷’ ব্যাস জায়ান্ট স্ক্রিনে জুড়ে আবার ফুটে উঠল, ‘সি সেইড ইয়েস’৷ উত্তেজিত লয়েডের কন্ঠস্বর জানিয়ে দিল, ‘সে হ্যাঁ বলেছে, সে হ্যাঁ বলেছে৷’ চারান ও পাভান, অভিনন্দন৷ একটা অসাধারণ দিন৷’

শনিবার ইংল্যান্ডের দেওয়া ৩২৩ রানের লক্ষ্য ছুঁতে পারেননি বিরাটরা৷ ৮৬ রানের বড় ব্যবধানের পরাজয় স্বীকার করেছে ‘মেন ইন ব্লু’ কিন্তু গতকাল লর্ডসের মাঠে জিতে গেছে এক ভারতীয় যুগলের প্রেম৷ যা কিছুক্ষণের জন্য মাঠের ক্রিকেটিয় লড়াইকেও থামিয়ে দিতে পেরেছিল৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST