খবর২৪ঘণ্টা ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের সিংয়েরপুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত সোহেল রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে। তিনি হত্যা, ডাকাতি ও মাদকসহ ২২ মামলার আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, হত্যা, ডাকাতি ও মাদকসহ ২২ মামলা পলাতক আসামি সোহেল রানাকে মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে রাতে রায়পুর চরপাতা ইউনিয়নের সিংয়েরপুল এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন।
এসময় সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সহযোগীদের গুলিতে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা সদর হাসপাতালে পাঠায়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযানে ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা এবং ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।