1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ-আহত ১৫ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০১ জানয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ-আহত ১৫

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নন্দনপুর এলাকায় দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, নন্দনপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ অবস্থান কর্মসূচি পালন করছিল দলীয় নেতাকর্মীরা। হঠাৎ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুঁড়ে।

এদিকে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি অপু মাল ও সাধারণ সম্পাদক অভি, শেখ ফরিদ, রাসেল,আশিক, বিএনপি কর্মী আব্দুর রহমানসহ উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, শনিবার বিকেলে ছাত্রলীগের শান্তি সমাবেশে হামলা চালায় ছাত্রদল-বিএনপি। এ সময় তারা ছাত্রলীগ নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করে তাদের মারধর করে। এতে ছাত্রলীগের প্রায় আটজন নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, শনিবার বিকেলে বিএনপিথর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এ সময় দলীয় নেতাকর্মীরা আহত হয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ বলেন, শনিবার বিকেলে দুথপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST